Surprise Me!

ঝড়ের সময় যে কাজগুলো আগে করবেন || jagonews24.com

2021-06-15 10 Dailymotion

দেশে কখনো কখনো ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানী ঘটে। তবে এ সময়ে হাত গুটিয়ে বসে থাকলে বিপদ আরও বাড়ে। ঝড়ের মতো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। তাই জেনে নিন ঝড়ের সময় কী করা উচিত-<br /><br />১. প্রথমেই মাথা ঠান্ডা রেখে বিপদের মোকাবেলা করতে হবে।<br />২. বাড়ির আশেপাশে বড় গাছের শুকিয়ে যাওয়া ডাল থাকলে কেটে ফেলুন।<br />৩. ঝড়ে উড়ে যেতে পারে এমন বস্তু খোলা জায়গা থেকে সরিয়ে ফেলুন।<br />৪. ঘর মেরামত প্রয়োজন হলে আগেই সেটা করিয়ে নিন।<br />৫. হাতের সামনে কাঠের বোর্ড রাখুন, কাঠ বিদ্যুৎ অপরিবাহী।<br />৬. লণ্ঠন, হ্যারিকেন এবং টর্চ হাতের কাছে রাখুন।<br /><br />৭. বাড়িতে শুকনো খাবার ও পানীয় মজুদ করে রাখুন।<br />৮. প্রয়োজনীয় ওষুধ মজুদ করে রাখুন।<br />৯. ঝড়ের সময় যাতায়াত থেকে বিরত থাকুন।<br />১০. ঝড়ের সময় বাড়ির এমন এক জায়গা বেছে নিন, যেখানে নিরাপদ থাকবেন।<br />১১. কাঁচের জানালায় বোর্ড জাতীয় কিছু ঝুলিয়ে দিন, না হলে ক্ষতি হতে পারে।<br />১২. বাড়ির ইলেকট্রিকের তার ঠিক আছে কি-না দেখে নিন।<br />১৩. পরিস্থিতির ওপর নজর রাখুন, কোন গুজবে কান দেবেন না।<br />১৪. সাইক্লোন অ্যালার্ট জারি হলে অন্তত ২৪ ঘণ্টা আগে থেকে সতর্ক থাকুন।

Buy Now on CodeCanyon